অনেকদিন থেকেই ব্লগিং করছেন, SEO’র বেশ কিছু জিনিস শিখেছেন এবারে চলুন সামান্য এগিয়ে যাই আমরা রোবট মেটা ট্যাগ সম্পর্কে আগেই জানেন, এখানে আমরা index/noindex, follow/nofollow, এবং noarchive ট্যাগ ব্যবহার করি আজকে আরও দুটি বাড়তি ট্যাগ নিয়ে আলোচনা প্রথমেই জানবো যে NOODP কি জিনিস ODP হচ্ছে DMOZ ওপেন ডিরেক্টরি প্রজেক্ট অনেকেই তাদের ওয়েবসাইটে কিম্বা ব্লগে description ট্যাগ ব্যবহার করেনা এমনকি, গুগলের ব্লগারে এই ট্যাগ নেই ব্লগার ব্লগে এই ট্যাগ চাইলে নিজেই বসিয়ে নিতে হয় যখন যখন এই description ট্যাগ রোবট পায়না, তখন কিকরে সাইটের নির্দিষ্ট একটি পাতার বিবরণ ও শিরোনাম গুগল পাবে? এর জন্য রোবট ব্যবহার করে ওপেন ডিরেক্টরি প্রজেক্ট DMOZ থেকে নেওয়া তথ্য ওয়েবমাস্টার/ব্লগার যখন নিজে সাইটের বিবরণ দেননা, তখন বাধ্য হয়েই রোবট DMOZ থেকে নিয়ে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করে সবক্ষেত্রে নয় যদিও আবার, অনেক ক্ষেত্রে এমনও হয় যে সংশ্লিষ্ট তথ্যাদি যদি আমরাই ভুল দিই কিম্বা যেমনটি হওয়া উচিত তেমন না দিই, তখনও গুগল সেই পাতায় লেখা তথ্যের ভিত্তিতে ওপেন ডিরেক্টরি প্রজেক্ট থেকে নিতে চেষ্টা করবে যতোখানি তথ্য পাওয়া যায়

যদি আমরা নিশ্চিত থাকি যে আমরা যে তথ্য আমাদের পাতায় লিখছি, এবং যেসব তথ্য রোবট ও টাইটেল ট্যাগে লিখছি সেইসব যথার্থই লিখছি, তাহলে আমরা ইচ্ছে করলে গুগল রোবটকে মানা করে দিতে পারি যেন DMOZ থেকে কোনো তথ্য নিয়ে আমাদের সার্চ ইন্ডেক্স রেজাল্টে না দেয় মানা করে দেওয়ার উদ্দেশ্যেই এই NOODP লেখা হয় রোবট মেটা ট্যাগের মধ্যে ইয়াহু রোবট আবার DMOZ থেকে তথ্য নেয়না, সে নিজস্ব ইয়াহু ডিরেক্টরি থেকেই নেয় ইয়াহু রোবটকে মানা করার জন্য লেখা হয় NOYDIR আমরা এইভাবে লিখতে পারি -

আলাদা আলাদা ভাবেও লেখা যায় যেমন গুগল রোবটের ক্ষেত্রে -

0 comments: